• আজ ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

পুরুষ হবে কবি -রাহুল রাজ

| নিউজ রুম এডিটর ৫:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২৩ বিনোদন
আমার আমাকে কখনই-
চিনতে পারিনি আমি।
যতটুকু তুমি চিনেছ আমাকে।
হৃদয়রে তলদেশে-
হাতড়ে দেখেছ কতটা গভীরে তুমি।
সেই সুযোগে তুমি জানতে-
দুঃখ কষ্ট-ব্যথা বেদনার
নীল ভালোবাসায়-
সুপ্ত আশায়-
আমার বেঁচে থাকার
শেষ শক্তি টুকুও ছিলো তোমার ছোঁয়া।
তুমি দেখেছ-
সাদা কালো চোখে-
আগামীর জন্য কতটুকু রঙিন স্বপ্ন আমি এঁকেছি।
আমাকে আমি চিনিনি-
চিনেছিলে তুমি।
জানতে কতটুকু আঘাতে এ পুরুষ হবে কবি।
মন ছুটেছিল মনের পেছনে-
মন কে না চিনে।
ভালোবাসতে না, ভাসাতেই এসেছিলে তুমি-
ভালোবাসার ঘোলা জলে।
রক্ত জবার মত আমার চোখই স্বাক্ষি-
কত রাত আমি নির্ঘুম।
কবিতার পসরা সাজিয়ে তোমাকে খুঁজেছি।
বুঁজেছি- এ কবির কবিতায়-
মিশে আছ তুমি।
কল্পনার-
আল্পনায়-
কবিতায় নিয়েছ রূপ।
ঘন বর্ষায় মাঠের মাঝে
আকাশের দিকে চেয়ে-
আঁকতে চেয়েছি তোমার ছবি।
ভালোবাসার তুলির আঁচড়ের আগেই-
মেঘের পালে ছিন্ন বাতাসে
বাষ্প হয়ে উড়ে গেলে।
তুমি জানতে-
কতটুকু দুঃখের বীজ
এ-বুকে বপন করলে-
আমি হব কবি।
প্রেমারা জানে পুরুষ কীসে কবি হয়।
কতটুকু দুঃখের বীজ
বুকে বপন করলে-
পুরুয় হয় কবি।