• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

সাঘাটায় মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ প্রতারক গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:২৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ আইন ও আদালত
আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গাইবান্ধা জেলা পুলিশ দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীন জয় (৪৩) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে৷ এ অভিযানে প্রতারণা কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জয় জেলার সাঘাটা উপজেলার কালাপানি গ্রামের হাসান আলী ব্যাপারীর ছেলে৷
৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, সাঘাটা থানার অফিসার ইনচার্জ  রাকিব হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জযয়ের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি মাথার খুলি ও হাড় দন্ড, ৪টি ওয়াকিটকি সেট চার্জার, ১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডার ১টি, স্যামসাং মনিটর ১টি জব্দ করা হয়। ধৃত জয়কে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কাজে এসব মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।