• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ | মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা |

সাঘাটায় মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ প্রতারক গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:২৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ আইন ও আদালত
আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গাইবান্ধা জেলা পুলিশ দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীন জয় (৪৩) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে৷ এ অভিযানে প্রতারণা কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জয় জেলার সাঘাটা উপজেলার কালাপানি গ্রামের হাসান আলী ব্যাপারীর ছেলে৷
৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, সাঘাটা থানার অফিসার ইনচার্জ  রাকিব হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জযয়ের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি মাথার খুলি ও হাড় দন্ড, ৪টি ওয়াকিটকি সেট চার্জার, ১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডার ১টি, স্যামসাং মনিটর ১টি জব্দ করা হয়। ধৃত জয়কে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কাজে এসব মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।