• আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৮:৫৬ অপরাহ্ণ | অক্টোবর ১, ২০২৩ সারাদেশ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে জলাতঙ্ক রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে প্রমুখ।
উক্ত সেমিনারে বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। কুকুর, বিড়াল, শিয়াল, বানর ও বেজি কামড় ও আচর দিলে প্রথমে ক্ষতস্থানে পানি দিয়ে ধৌত করে এ রোগের টিকা দিতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী, নার্স, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।