• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

শতভাগ মেধা ও সচ্ছতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সদস্য পদে চাকুরি পেলেন ৭১ জন

| নিউজ রুম এডিটর ৯:৩৭ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০২৪ আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শতভাগ মেধা ও সচ্ছতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সদস্য পদে চাকুরি পেলেন ৭১ জন ছেলে মেয়ে। পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে একজন চাকুরি প্রার্থীর খরচ হয়েছে ১২০ টাকা মাত্র। এ খরচটি কেবল অনলাইনে আবেদন করতে হয়েছে।

গতকাল বুধবার (১৩ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন চাকুরি পাওয়া ছেলে-মেয়েদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। চাকরি পাওয়া ৭১ জনের মধ্যে ৬০ জন ছেলে ও ১১ জন মেয়ে রয়েছেন। ফলাফল ঘোষণার পর সবাইকে ফুল দিয়ে বরণ করেন জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মেধা, সততা, নিরপেক্ষতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ৭১ জনকে পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষ ও প্রার্থীদের আস্থা ছিলো। আমরাও সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পেরেছি। তিনি নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৭৩৮ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে ৭১ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১২৩৮ জন প্রার্থী শারিরীক-মাপ,শারিরীক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পায়। শারিরীক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৪৬৩ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষা শেষে ৪৬১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য ২৮৯ জন নির্বাচিত হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ৭১ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড।