• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

রাতের বেলায় চেকপোষ্টে হঠাৎ হাজির কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম

| নিউজ রুম এডিটর ১১:৩৬ পূর্বাহ্ণ | মার্চ ১৫, ২০২৪ আইন ও আদালত

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : ঘড়ির কাটায় তখন রাত ১ টা ০৭ মিনিট । শেওড়াপাড়া পুলিশ একটি চেকপোস্ট বসেছিল।যেটিকে শেওড়াপাড়া চেকপোস্ট বলে। পুলিশ সদস্যরা যানবাহন চেক করতে ছিলেন। হঠাৎ করেই সে সময় সেখানে হাজির হলেন কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম। যারা চেক করছিলেন সবাই ওসিকে দেখে চমকে উঠলেন। এত রাতে তিনি জনগণের জান মাল রক্ষায় মাঠে নেমেছেন। চেক করবেন সারারাত।

তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মোটর সাইকেলে দুইজন করে বসে অনেক সময় ছিনতাই হচ্ছে তাই যাতে ছিনতাইয়ের ঘটনা না ঘটে না এজন্য তিনি নিজে মাঠে নেমেছেন।

কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম জানান, আসন্ন রমজান উপলক্ষে অনেকে মধ্যরাত পর্যন্ত বাইরে থাকে সাধারণ মানুষ যাতে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হয় এইজন্য আমাদের চেকপোস্ট অব্যাহত আছে। আমরা শুধু এক জায়গায় চেক করছি না কিছুক্ষণ সময় বিভিন্ন জায়গায় চেক করছি।এভাবে চেক করতে করতে সারা রাত থাকবো আমরা।

রাতে বেলা হঠাৎ থানার অফিসার ইনচার্জ নিজেই যখন এমন উদ্যোগ নেয় তখন সেটি প্রশংসার দাবিদার এমনটাই ভাবছে সাধারণ মানুষেরা। শেড়াপাড়া এলাকায় যারা ছিলেন তারা এমন উদ্যোগকে প্রশংসা করেছেন।শেওড়াপাড়া এলাকায় পুলিশের একটি চেকপোস্টে পুলিশের চেকিং কার্যক্রম চলতেছিল।