

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে নারী মানব পাচারকারী ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত মোট ২ আসামীকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ৪টি মানব পাচার মামলার আসামী রয়েছেন এক নারী এবং জিআর ওয়ারেন্ট ভুক্ত আরও এক আসামী। আটককৃত মানব পাচার মামলা আসামী হলেন দক্ষিন কোমরপুরের বিল্লাল হোসেনের স্ত্রী রাজিয়া খাতুন। তার বিরুদ্ধে রয়েছে ৪টি মানব পাচার মামলা। এছাড়া ওয়ারেন্ট ভূক্ত আসামী উত্তর কোমরপুরের মৃত আব্দুল গফুর মোড়লের ছেলে আরাফাত মোড়ল।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, এসআই শোভন দাশ, এএসআই জাহিদুর রহমান, এএসআই আব্দুর রহামান অভিযান পরিচালনা করে ওই ২ আসামীকে গ্রেফতার করে।
দেবহাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন সত্যতা নিশ্চত করে জানান, গোপন সংবাদের ভিত্তিকে একজন নারী মানব পাচারকারী ও একজন ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।