• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

কারাগার থেকে মুক্তি পেলেন হেফাজত নেতা মামুনুল হক।

হেফাজত নেতা মামুনুল হক আজ শুক্রবার ( ৩ মে) সকাল দশটার সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছে।

যদিও এই হেফাজত নেতার গতকালকে মুক্তি পাওয়ার কথা ছিল। তার মুক্তি হবে এমন সংবাদের ভিত্তিতে আলেম-ওলামা মামুনুল হকের সমর্থক এবং ছাত্ররা জেলগেটে ভিড় করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় কারা কর্তৃপক্ষ তার মুক্তি স্থগিত করতে বাধ্য হয়।

কারা সূত্রে জানা গিয়েছে, (২ মে) বৃহস্পতিবার মামুনুল হকের জামিন এর কাগজপত্র কারাগারে পৌঁছায়। গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

উল্লেখ্য হেফাজতের এই নেতাকে ২০২১ সালের ৩ এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ।