• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

হাতীবান্ধা উপজেলা নির্বাচন: ত্রিমুখী লড়াইয়ে সরগরম ভোটের মাঠ

| নিউজ রুম এডিটর ৩:৫২ অপরাহ্ণ | মে ৭, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রথম ধাপের এ নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে উপজেলার ১২টি ইউনিয়নের মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন হেভিওয়েট ও ১ জন নারী প্রার্থী হওয়ায় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। নির্বাচনে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সমান তালে তাল মিলিয়ে চলছে প্রচার-প্রচারণা।
আওয়ামী লীগের ২ জন হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী হওয়ায় অপর ১ নারী প্রার্থী একক সুবিধা নেয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। তবে সাধারণ ভোটাররা মনে করছেন ত্রিমুখী লড়াইয়ে মধ্য দিয়ে জিততে হবে।
উপজেলার ১২টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী থাকলেও সব এলাকায় ৩ প্রার্থীর জোরালো ভূমিকা। জমজমাট প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা উপজেলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে চলছে গণসংযোগ। ব্যানার- পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে গ্রাম থেকে শহর।
চেয়ারম্যানের আসনে বসতে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু (কাপ-পিরিচ), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন  (ঘোড়া),  জেলা আ.লীগের সদস্য ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাতের স্ত্রী শাহানা ফেরদৌসী সীমা (আনারস) ও রেজাউল করিম সরকার (মোটরসাইকেল)। তাদের মধ্যে এই নির্বাচনী প্রথমবারের মতো নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন শাহানা ফেরদৌসী সীমা। অন্যদিকে রেজাউল করিম সরকার প্রথম বারের মতো নির্বাচনে লড়ছেন। তবে ৪ জনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু (কাপ-পিরিচ), বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন (ঘোড়া) ও শাহানা ফেরদৌসী সীমার (আনারস) মধ্যে ত্রিমুখী লড়াই হবে।
এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৮  জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ভোটারদের মাঝে সেরকম কোনো উৎসব নেই। তবে ভোটাররা বলছেন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না।
ভাইস চেয়ারম্যান পদে আলা উদ্দিন মিয়া (মাইক), দুলাল চন্দ্র রায় (বৈদ্যুতিক বাল্ব) ও আনোয়ার হোসেনের (তালা) ত্রিমুখী লড়াই হবে। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা সাথি ও মাকতুফা ওয়াসিম বেলীর মধ্যে লড়াই হবে।