• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

৮ হাজার কিলোমিটার হেঁটে মদিনায় ফ্রান্সের যুবক

| নিউজ রুম এডিটর ৮:৫৬ অপরাহ্ণ | মে ১৭, ২০২৪ আন্তর্জাতিক, ধর্ম

পবিত্র ওমরাহ পালন করতে দীর্ঘ পথ পায়ে হেঁটে সৌদি আরবে পৌঁছেছেন ফ্রান্সের যুবক মোহাম্মেদ বুলাবিয়ার। সৌদি প্রেস এজেন্সি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে বুলাবিয়ার বলেন, ৮ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে ১৩টি দেশ অতিক্রম করে তিনি মদিনায় পৌঁছেছেন। এ পথ পাড়ি দিতে দীর্ঘ ২ বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

২০২৩ সালের ২৭ আগস্ট মোহাম্মেদ বুলাবিয়ার পায়ে হেঁটে পবিত্র ওমরাহ পালনের জন্য প্যারিস থেকে যাত্রা শুরু করেন। এরপর সুইজারল্যান্ড, ইতালি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্র, আলবেনিয়া, মেসিডোনিয়া, গ্রিস, তুরস্ক এবং জর্ডান হয়ে সৌদি আরবে পৌঁছান।

বুলাবিয়ার বলেন, তার সঙ্গে একটি ম্যাপ এবং ২৫ কেজি ওজনের একটি ব্যাগ ছিল। অধিকাংশ রাত তিনি মসজিদে কাটিয়েছেন। অনেকে তাকে নিজ গৃহের মতো স্বাগত জানিয়েছেন। দীর্ঘ এই যাত্রা পথে তাকে কঠিন আবহাওয়ার সঙ্গেও মোকাবিলা করতে হয়েছে।

তিনি আরও বলেন, গ্রীষ্ম মৌসুমে আমি যাত্রা শুরু করি, এরপর বসন্ত থেকে শুরু করে শরৎ, শীত, এবং ঝড় ও বজ্রপাতের মতো পরিস্থিতির মুখোমুখি হই। এছাড়া গ্রিসে পৌঁছানোর পর ব্যাপক তুষার ঝড়ের মধ্যে পড়ে যাই, এজন্য সৌদি আরব পৌঁছাতে এক সপ্তাহ দেরি হয়েছে।

আমার ছোট বেলা থেকেই পায়ে হেঁটে ওমরাহ করার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত আমি সেটা পেরেছি বলেন বুলাবিয়ার।

সূত্র: আরব নিউজ