• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

উত্তরায় ফুটপাত ব্যবসায়ীদের আতঙ্কের নাম টিআই গং

| নিউজ রুম এডিটর ৪:৩৪ অপরাহ্ণ | জুন ৫, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।। সামনে আসছে ঈদুল আযহা। কেমন সময় পার করছেন উত্তরার ফুটপাতের ব্যবসায়ীরা। এই বিষয়ে অনুসন্ধানে নেমে উত্তরা আব্দুল্লাহপুর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও তার আশেপাশের সেক্টরের ভিতরের রাস্তাগুলো ঘুরেফিরে রীতিমতো অবাক হওয়ার মত দশা। দেখা মেলেনি চির চেনা আগের সেই দৃশ্য পট। নেই সারিসারি ভ্যান গাড়িতে কাপড়ের পরসা। রাস্তাগুলো একেবারেই ফাঁকা বললে চলে। তারপরেও কিছু কিছু ব্যবসায়ীরা এদিকে ওদিকে লুকোচুরির মত করে দোকান বসাচ্ছে আবার পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে। আব্দুল্লাহপুরে কারো সাথে কথা না হলেও। উত্তরা হাউজ বিল্ডিং এসে কথা হয় ভ্যান গাড়িতে কাঁচা তরকারির ব্যবসায়ী কুদ্দুসের সাথে।

তিনি বলেন কি নিবেন স্যার তাড়াতাড়ি বলেন। জানতে চাওয়া হল সমস্যা কি? উত্তরে বললেন টি আই কাজী মিজান ঝামেলা করে। কেন? টাকা চায় নাকি। বলল টাকা চাইলে তো টাকা দিতাম কিন্তু দোকান উল্টিয়ে দেয় গাড়ি নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজন ভ্যান গাড়ি ওয়ালা হকারের সাথে কথা হলে তারাও একই কথা বলেন। এ বিষয়ে টিআই কাজী মিজানের সাথে কথা হলে তিনি বলেন ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের নির্দেশে ফুটপাত পরিষ্কার রাখছি।

 

পরবর্তী গন্তব্য স্থল ছিল বিএনএস সেন্টার এর আশপাশ, রাজউক কর্মচারী মার্কেটের আশপাশ, বিজিবি মার্কেটের আশপাশ। এই জায়গাগুলোতে প্রায় ১০ থেকে ১৫ জন ব্যবসায়ীর সাথে কথা হয়। সাহেদ,রবিন,মোখলেস, রাকিব,মিন্টু এদের কে দেখা যায় সুযোগ সন্ধানীর মত দাঁড়িয়ে আছে ভ্যান গাড়ির পাশেই। ব্যবসার কি অবস্থা জানতে চাওয়াতেই রেগে উঠে বলেন আপনাকে বলতে হবে? পরিচয় দেওয়ার পর বলেন টি আই মাসুমের যন্ত্রণায় ব্যবসা করতে পারছি না। এমন ভাবে তাড়া করে যেন আমরা আফ্রিকার জঙ্গল থেকে এসেছি। সামনে একটা ঈদ আসছে আমরা কি আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকবো। আমরা কি মানুষ না আমাদের বউ-বাচ্চারা কি খাবে। একে তো বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তার উপরে আমরা দোকানই বসাতে পারছি না। এ বিষয়ে মুঠো ফোনে টিআই মাসুমের সাথে কথা হলে তিনি বলেন ঢাকা পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের দিক নির্দেশনায় উত্তরা ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালের নির্দেশে আমরা প্রতিটি রাস্তা থেকে ভ্যানগাড়ি বসলেই তাদেরকে ডাম্পিংয়ে পাঠানোর আদেশ পেয়েছি।

 

একইভাবে রাজলক্ষ্মীর তাকওয়া মসজিদের সামনের রাস্তা ও জসীমউদ্দীনের এবিসি টাওয়ারের আশপাশ এলাকার ফুটপাত ব্যবসায়ীদের আতঙ্কের নাম হচ্ছে টিআই ইউনুস। এই টিআইদের যন্ত্রণায় ফুটপাত ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মতামত পাওয়া যায়। ইউনুস বলেন আমার কি করার আছে ভাই। আমি হুকুমের চাকর। বিমানবন্দর এলাকার ফঁাড়ির পিছনের রাস্তা , রেললাইনের ধারে ও আশকোনা যাওয়ার রাস্তায় বিকালের দিকে কিছু তরিতরকারি, মাছ ব্যবসায়ীরা দোকান বসালেও ফঁাড়ির ইনচার্জ সফিকের যন্ত্রণায় তারা অতিষ্ঠ।

 

কিছুক্ষণ পরপরই কনস্টেবল পাঠিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করছেন বলে অভিযোগ করেন ফুটপাত ব্যবসায়ীরা। তারো একই বক্তব্য উপরমহলের নির্দেশেই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। শফিক আরো বলেন আমরা কারো রিজিকে হাত দিতে চাই না। উপর মহল যা বলেছেন শুধু তাই পালন করছি। ফুটপাত ব্যবসায়ীরা বলছে যে আমাদেরকে হয় বসার স্থান করে দিন না হয় গুলি করে মেরে ফেলুন।