• আজ ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা |

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা নারী যাত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে যাবার পথে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা রাজিয়া বেগম নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

নিহত রাজিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইনামনগর কাটাগাঁও’র গ্রামের মৃত আব্দুল কাহারের স্ত্রী। এ দূর্ঘটনায় সিএনজি চালক সহ আরো চার যাত্রী আহত হয়েছেন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার থানার নীলপুর রাবার বাড়ি বাজার এলাকা সড়কের উপর রবিবার ওই দূর্ঘটনা ঘটেছে।

সোমবার সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই সাথে সড়ক দূর্টনায় ওই নারী নিহতের ঘটনায় মালবাহি ট্রাক জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে জব্দ করা হলেও ট্রাকচালক ও হেলপারদ্বয় পালিয়ে গেছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইটবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা নারী-পুরুষ যাত্রীবাহি সিএনজিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নীলপুর রাবার বাজার এলাকায় রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে সিএনজিতে থাকা নারী যাত্রী রাজিয়া বেগম তাৎক্ষণিক সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং সিএনজি চালক সহ আরো কমপক্ষে চার যাত্রী আহত হন।