• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার | গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ | নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ |

ড. ইউনুসকে যে হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৪ বাংলাদেশ, লিড নিউজ, সারাদেশ

 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পরোক্ষভাবে আপনারাও খুনের সঙ্গে জড়িত হবেন। যেসব পুলিশ সদস্য খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা মামলা নেন। আপনারা আপনাদের কালিমা মোছেন, জনগণের আস্থা অর্জন করুন।’

তিনি বলেন, ‘আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী এক বছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। জুলাই শহীদদের গণআকাঙ্ক্ষার সঙ্গে যারাই বেঈমানি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি ড. ইউনূস বললেও তাকে ছাড় দেওয়া হবে না।’

শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‌‘১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শেখ মুজিবের ডেডবডি উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাই শহীদদের লাশ উত্তোলন করতে হবে কেন? তাদের লাশও উত্তোলন না করেই খুনি হাসিনার বিচার করতে হবে।’

এরপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চান।