• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

ড. ইউনুসকে যে হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৪ বাংলাদেশ, লিড নিউজ, সারাদেশ

 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পরোক্ষভাবে আপনারাও খুনের সঙ্গে জড়িত হবেন। যেসব পুলিশ সদস্য খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা মামলা নেন। আপনারা আপনাদের কালিমা মোছেন, জনগণের আস্থা অর্জন করুন।’

তিনি বলেন, ‘আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী এক বছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। জুলাই শহীদদের গণআকাঙ্ক্ষার সঙ্গে যারাই বেঈমানি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি ড. ইউনূস বললেও তাকে ছাড় দেওয়া হবে না।’

শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‌‘১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শেখ মুজিবের ডেডবডি উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাই শহীদদের লাশ উত্তোলন করতে হবে কেন? তাদের লাশও উত্তোলন না করেই খুনি হাসিনার বিচার করতে হবে।’

এরপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চান।