• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার | গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ | নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ |

পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

| নিউজ রুম এডিটর ৮:৪০ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪ সারাদেশ, সিলেট

সিলেট: একাওরের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেও সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজেনে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম।

পুলিশ সুপার তার দেয়া বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।