• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

গলায় ছুরি ঠেকিয়ে কবরস্থানে নিয়ে  বলৎকারের ঘটনায় সেই বখাটের বিরুদ্ধে মামলা

| নিউজ রুম এডিটর ১০:২৭ পূর্বাহ্ণ | মে ৩০, ২০২৫ সারাদেশ, সিলেট

সিলেট : কবরস্থানে তুলে নিয়ে গিয়ে প্রতিবন্ধি কিশোরকে বলৎকারের ঘটনায় সেই বখাটে ইমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ভিকটিম কিশোরের হতদরিদ্র মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন মঙ্গলবার রাতে।

অভিযুক্ত ইমন মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের জমির আলীর ছেলে।

বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, ঘটনার পর থেকে ইমন আত্মগোপনে রয়েছে।
বৃহস্পতিবার মামলা ও ভিকটিমের পারিবারীক সুত্র জানায়, উপজেলার জয়কলস গ্রামের হতদরিদ্র পরিবারের ১১ বছর বয়সি শারিরীক বাক প্রতিবন্ধি কিশোর জয়কলস গ্রামের পুর্ব পাশের্^ হাওরে থাকা গাভি (গবাদিপশু) আনতে যায় গেল শুক্রবার (২৩ মে)।

ওই সময় গ্রামের জমির আলীর ছেলে বখাটে যুবক ইমন ভিকটিমের কিশোর ছেলেকে গ্রামের কবরস্থানের জঙ্গলের ভেতর তুলে নিয়ে যায়। এরপর ওই কিশোরের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাকে বলৎকার করে ইমন।

কিশোরের চিৎকার শুনে আশেপাশে থাকা অপর একদল কিশোর এগিয়ে আসলে ইমন কৌশলে পালিয়ে যাওয়ায়পর গ্রামবাসীর সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলা সদও হাসপাদালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে ওই কিশোরের চিকিৎসার দায়িত্বে থাকা একজন মেডিক্যাল অফিসার জানান,বলৎকারের কারনে ওই কিশোরের পায়ুপথে ছিড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় , নিয়মিত চিকিৎসা সেবা নিলেও সূস্থ্য হতে সময় লাগবে।

বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার মামলার তদন্তকারি অফিসার এসআই নোবেল সরকার জানান, অভিযুক্ত আসামি ইমনকে গ্রেফতারে তথ্য প্রযুক্তি ছাড়াও একাধিক সোর্সের মাধ্যম তার সন্ধান চলছে।