• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পা দিয়ে সাংবাদিকের মাথা চেপে ধরার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

| নিউজ রুম এডিটর ৭:৫৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২১ আন্তর্জাতিক, আফগানিস্তান

নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক ব্যাপক মারধরের শিকার হয়েছেন বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

মারধরের শিকার এক সাংবাদিক জানিয়েছেন, একজন তালেবান সদস্য পা দিয়ে তার মাথা চেপে ধরেন।

গত মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। সেদিনই পাকিস্তান বিরোধী এক মিছিল বের হয়েছিল কাবুলে। ওই মিছিলে অংশ নিয়েছিলেন নারীসহ কয়েকশ মানুষ। সেই মিছিলে গুলি চালিয়েছিল তালেবান। ওই বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়ায় আটক করা হয়েছিল বহু সাংবাদিককে। আটক ওই সাংবাদিকদের মারধরের পরের ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার প্রতিনিধি মারকাস ইয়াম তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে মারধরের শিকার দুজন সাংবাদিকের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন ।

যেখানে দেখা যাচ্ছে মারধরের শিকার দুই আফগান সাংবাদিক তাকি দরিয়াবি ও নেমাত নকদি অর্ধনগ্ন অবস্থায় মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দুজনেরই পিঠে ও পায়ে রক্তবাঁধা জমাট দাগ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই সাংবাদিক এতিলাত-এ-রোজ সংবাদমাধ্যমের কর্মী । এতিলাত-এ-রোজ জানিয়েছে, তালেবান তাদের কাবুলের এক থানায় তুলে নিয়ে যায়। সেখানে তাদের আলাদা সেলে রাখা হয়েছিল। সেখানেই তাদের উপর নির্যাতন চালানো হয়।পরে ৮ সেপ্টেম্বর ওই দুই সাংবাদিককে মুক্তি দেওয়া হয়। এরপর তারা হাসপাতালে ভর্তি হন।

এ ব্যাপারে এতিলাত-এ-রোজের সম্পাদক জাকি দরিয়াবি মার্কিন গণমাধ্যম স্কাই নিউজকে বলেন, আমার দুই সহকর্মীকে তালেবান আটক করে রেখেছিল। তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। এতে চার বার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

তবে সাংবাদিকদের নির্যাতনের ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিএন/জেটএস