• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর নাক ফাটালেন যুবক

| নিউজ রুম এডিটর ৯:৫১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২১ সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে টিকাকেন্দ্রে মাহবুব আলম হিমেল (৩৯) নামের এক স্বাস্থ‍্য সহকারীকে ঘুষি দিয়ে নাক ফাটিয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ঘটনা ঘটে।

আহত মাহবুব আলম হিমেল উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ভাংনামারী ইউনিয়নের সিরাজ উদ-দৌলার ছেলে। তিনি ওই ইউনিয়নের স্বাস্থ‍্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

হামলাকারী মজিবুর রহমান পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চুর দূর সম্পর্কের চাচাতো ভাই। তিনি নিজেও আহত হয়েছেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রবিউল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় আজ টিকাগ্রহীতার চাপ বেড়েছে। দুপুরের দিকে প্রায় হাজারের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য আসেন। মজিবুর রহমান তার চাচিকে টিকে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় স্বাস্থ্য সহকারী হিমেলকে টিকা দিতে বলেন মজিবুর।

কিন্তু টিকাকেন্দ্রে নারী বুথ আলাদা থাকায় হিমেল তাকে ওই বুথে টিকা দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মজিবুর রহমান হিমেলের ওপর হামলা করে কিল-ঘুষি মারতে থাকেন। এতে হিমেলের নাক ফেটে রক্ত বের হয়। পরে তিনিও মজিবুরকে পাল্টা আঘাত করেন।

স্বাস্থ‍্য কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু জাগো নিউজকে বলেন, মজিবুর রহমান আমার দূর সম্পর্কের চাচাতো ভাই। ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. হালিম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, টিকা প্রয়োগ নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।

পিএন/জেটএস

,