ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসনের সহায়তায় এবং কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট- এর বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব দে, উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান প্রভাষক আব্দুল হামিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৯’শ ৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা