
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃজীবননগরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ১১ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বাজদিয়া গ্রামের কুবরেগাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাজির হোসেন(২০)।তিনি আন্দলবাড়িয়া ইউনিয়নে বাজদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজির হোসেন আজ মঙ্গলবার বেলা সোয়া ১২ টার সময় কৃষি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সে কুবরেগাড়ী নামকস্থানে রেল লাইন পার হবার সময় খুলনা হতে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃআব্দুল খালেক জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে