• আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এ বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি | হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি | দেশে এইচএমপিভি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা | বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা | নিয়ম অ – নিয়মের মধ্য দিয়ে চলছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল | প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ |

শাহজালাল বিমানবন্দরে হেরোইন-স্বর্ণসহ গ্রেফতার ২

| নিউজ রুম এডিটর ২:৫৭ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৪, ২০২২ অপরাধ-দুর্নীতি, লিড নিউজ

নিজস্ব প্রতিবেদক ঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ কোটি টাকার হেরোইনসহ একজনকে ও তিন কেজি স্বর্ণসহ আরেকজনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট। রোববার সন্ধ্যায় ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশি নাগরিকের কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালে সকল পয়েন্টে কঠোর নজরদারি রাখা হয়। যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্স যোগে বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

অপরদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করার খবর পাওয়া গেছে। আটক যাত্রী মোরশেদুল আলম (২৭) দুবাইয়ের একটি ফ্লাইটে রবিবার বিকেল ৫টার দিকে ঢাকায় আসেন বলে কর্মকর্তারা জানান।

বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার ওয়াজেদ আলী বলেন, মোরশেদুলকে দেখে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তখন তার কাছে ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এ বারগুলোর ওজন তিন কেজি। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোরশেদুল জানিয়েছেন বিমানবন্দরেই অন্য একজনকে স্বর্ণের বারগুলো হস্তান্তরের পরিকল্পনা ছিল তার। মোরশেদুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।