• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

বিশ্ববাজারে স্বর্ণের দামে ‘বড়’ পতন

| নিউজ রুম এডিটর ৬:৫২ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় ধরনের ধরপতন হয়েছে। গত সপ্তাহে স্বর্ণের বেড়ে যাওয়ার পরও হঠাৎ করে এই অবস্থা বদলে যায়। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা ১৯৩৫ মার্কিন ডলারে বিক্রি হলেও এ সপ্তাহের শুরুতে তা কমে ১৮৫২ মার্কিন ডলারে এসে দাঁড়ায়। তবে শুক্রবার সেই দাম কমে ১৭৯১ মার্কিন ডলারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে। ভারতের অর্থনীতি বিষয়ক সংবাদপত্র মিন্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পণ্য বাজার বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহে সোনার দামের এই দরতন প্রধানত ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের কারণে হয়েছে।

তবে স্বর্ণের এই দরপতন সাময়িক উল্লেখ করে কমোডিটি অ্যান্ড কারেন্সি ট্রেডের ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্ত বলেন, ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের পর সোনার দাম কমে গেছে। এছাড়া এখনো বিশ্বের মূল্যস্ফীতি একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সৃষ্টি সংঘাত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই সংঘাতের মেয়াদ অল্প একটু বাড়লেও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ মার্কিন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে, যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। এই কারণে বাড়তে পারে স্বর্ণের দামও।