বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদক পদে পার্থী হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ।
নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট অপরদিকে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জায়েদ খান। তবে নির্বাচনের ফলাফল মানতে নারাজ এই নায়িকা। শনিবার (২৯ জানুয়ারি) আপিল করেছেন নিপুণ। কেন আপিল করেছেন জানতে চইলে নিপুণ বলেন, ‘আমি কেন আপিল করেছি এখন সারা বাংলাদেশ জানবে। আমার ১৬টা ভোট নষ্ট হয় কিভাবে?’
তিনি বলেন, ‘যদি আমার ১৬টা ভোট কাস্টিং করে দেওয়া হয় তাহলে আমি দুই ভোটে জিতে যাব, এছাড়া প্রশাসনও আমাদেরকে অসহযোগিতা করেছে।’
গতকাল ২৮ জানুয়ারি ছিল বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টিকে অপমানজনক দাবি করে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ চেয়েছেন সংগঠনের নেতারা৷
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান।