• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৬:২১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২২ সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ ভাবে ফসলী জমির মাটি কাটার দায়ে ২লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। বাসাইল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা জুয়েল হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কাটা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন এবং কৃষি জমির মাটি কাটা (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন ৫ এর উপ-ধারা ১ ধারায় তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, দীর্ঘদিন ধরে মাটি কাটার মেশিন ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজকে এ কাজ বন্ধ করে তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছি, ভবিষ্যতে যদি এরকম কাজ দ্বিতীয় বার করে তবে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।