
সেনা অভিযান চালানোর ঘটনায় রাশিয়ার ওপর বড় বৈশ্বিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। এক টুইটে তিনি বলেন, ‘বিশ্ববাসীর এখন দ্রুতই ব্যবস্থা নেয়া উচিত ‘
তিনি ইউরোপ ও বাকি বিশ্বের রাশিয়ার বিপক্ষে কী ব্যবস্থা নেয়া উচিত, তারও একটা তালিকা দিয়েছেন এই টুইটে। ‘১. দ্রুতই রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দিতে হবে। ২. সবদিক থেকে রাশিয়াকে একঘরে করে রাখতে হবে।
৩. ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিতে হবে। ৪. ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে হবে। ৫. ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাতে হবে। ’
সূত্র: টুইটার
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে