• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালী ১৮ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ

| নিউজ রুম এডিটর ৬:২৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০২২ বরিশাল, সারাদেশ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলাঃপটুয়াখালীতে ১৮ লক্ষ বাগদা চিংড়ির রেনু জব্দ করেছে র‌্যাব-০৮ এর সদস্যরা। বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি বেলা ১১:০০টার দিকে পৌর শহরের টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে এসব রেনু জব্দ করা হয়।

এসময় বাগদা রেনু ধরার অপরাধে আল মামুন (২৭) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ। জব্দকৃত এসব বাগদা রেনুর অবৈধ বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে দুপুর দুইটার দিকে জব্দকৃত মাছ হাজীপুর সংলগ্ন আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার শহিদুল ইসলাম জানান, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেনু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।