• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

টাঙ্গাইলে শিক্ষার্থী ও তাদের মা- বাবাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় শিক্ষকের বহিষ্কার ও শাস্তির দাবি

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও মা-বাবাকে নিয়ে বাজে মন্তব্য করায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বিদ্যালয়ের দেয়ালে শিক্ষককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পোস্টারিং করেছে।

উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম হাবিবুর রহমান সংগ্রাম। তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (১ মার্চ) সকালে বিদ্যালয় ঘুরে বারান্দা, ক্লাস রুমের দরজাসহ পুরো বিদ্যালয়জুড়ে পোষ্টারিং দেখা গেছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা মহলে বইছে আলোচনা-সমালোচনা ঝড়।

ভুক্তভোগি শিক্ষার্থীরা জানায়, ‘নানা সময়ে অসামাজিক ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শাসনের নামে বেধড়ক মারধরও করেন সংগ্রাম স্যার’।

তারা আরো জানায়, ‘স্যারের এমন আচরণের প্রতিবাদও করতে পারি না। তিনি আমাদের ক্লাসেও অমানবিক নির্যাতন করেন। স্যারের এমন আচরণের প্রতিবাদে দেয়ালে পোষ্টারিং করা হয়েছে। তিনি প্রধান শিক্ষকের আস্থাভাজন হওয়ায় যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন।

এসব অভিযোগের বিষয়ে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম বলেন, ‘এসব বিষয় ফোনে কি বলব, আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব’।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না ও শুনেনি। স্কুল তো বন্ধ, এইমাত্র শুনলাম’।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম বলেন, ‘প্রতিবাদ পোষ্টারিংয়ের বিষয়ে শুনলাম। শিক্ষার্থীরা মৌখিক বা লিখিত কোন অভিযোগ করলে ওই শিক্ষককের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।