• আজ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরল পদক্ষেপ সিঙ্গাপুরের

| নিউজ রুম এডিটর ৪:২৬ অপরাহ্ণ | মার্চ ৫, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

সিঙ্গাপুর জানিয়েছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। শনিবার বিবিসির খবরে বলা হয়, দেশটির জন্য এটি এক বিরল পদক্ষেপ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর জানিয়েছে, তারা রপ্তানি নিয়ন্ত্রণ করবে এবং রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে।

সেই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে কড়াকড়ি আরোপ করবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ওপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেবে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর ইউক্রেনে রাশিয়ার উসকানিমূলক আক্রমনের তীব্র নিন্দা জানায়।