• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ |

নড়াইলে দ্বিতীয় বিয়ে করায় কাচি দিয়ে কুপিয়ে জখম

| নিউজ রুম এডিটর ১০:৫৩ পূর্বাহ্ণ | মার্চ ১৫, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় দ্বিতীয় বিয়ে করায় মারুফ মোল্যা (৩২) নামে এক যুবককে তার প্রথম স্ত্রী কাচি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার ছাগলছেড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারুফ ছাগলছেড়া গ্রামের ইয়াসিন মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মারুফ মোল্যা ও সিমা বেগম দম্পতির ঘরে ৬ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। মারুফ স্তী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সিমা বেগম (২৪) রোববার রাতে ঘুমের সময় স্বামী মারুফকে গোপন স্থানে আঘাত করলে অচেতন হয়ে পড়ে। এক পর্যায়ে স্ত্রী সিমা বেগম কাচি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন। পরিবারের লোকজন ফারুক মোল্যাকে আহত অবস্থায় ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক সিমা বেগম কে আটক করা হয়েছে,তবে পরিবার এর পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।