খায়রুল খন্দকার: টাঙ্গাইলের কালিহাতীতে ডোবা থেকে রাহাত (১৪) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার ।
বুধবার(২৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকায় একটি ডোবা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম রাহাত উপজেলার আগবানিয়ারা গ্রামের সাহাদত হোসেনের ছেলে ও বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৯টায় নিখোঁজ হয় রাহাত। পরে বাড়ির আশপাশে খোঁজাখুঁজির পর বুধবার ভোর ৪টার দিকে বানিয়ারা একটি ডোবায় তাকে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, সকালে স্থানীয় লোকজন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।