• আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো ইবির বই মেলা

| নিউজ রুম এডিটর ৯:১০ অপরাহ্ণ | এপ্রিল ১, ২০২২ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

ইবি প্রতিনিধি: জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনদিন ব্যাপী বইমেলা। শেষদিনে ছিল শিক্ষার্থীসহ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন অনুষ্ঠিত হয় নানা আয়োজন। বৃহস্পতিবার (৩১মার্চ) এ উপলক্ষে একশো বেলুন উড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের ঐক্যমঞ্চের উদ্যোগে বাংলা মঞ্চ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এর আগে বাংলা মঞ্চে বাংলা নাটক গম্ভীরা মঞ্চায়িত হয়। এছাড়া ক্লাসিকাল নৃত্য ও গান পরিবেশিত হয়। এরপর বইমেলা সবচেয়ে সৌন্দর্যমন্ডিত বুননের স্টলকে
পুরস্কৃত করা হয়।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অধীনে গত ২৯-৩১ মার্চ পর্যন্ত বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

বইমেলার প্রথমদিনেও সকাল থেকেই মেলায় ও স্টলগুলোতে শিক্ষার্থী, দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। স্টলের সামনে ফটো ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলছেন শিক্ষার্থীরাসহ মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আয়োজিত উদ্বোধনী আলোচনাসভায় তিনব্যাপী এই মেলার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

এদিকে বই বিক্রি করে সন্তুষ্ট বিক্রেতারা। রোটার‌্যাক্ট ক্লাবের স্টলের বিক্রেতা নাহিদ বলেন, ‘আজকে বই ভালো বিক্রি হয়েছে। পথের পাচালী এবং আহ্বান বই দুইটি বেশি বিক্রি হয়েছে। আশা করি আগামী দুইদিন আরও বেশি বই বিক্রি করতে পারব’