

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: “সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. তন্ময় সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কান্তি রায়, ডা. তৌহিদুল ইসলাম, ডা. হুমায়ন কবির, ডা. রাকিব হাসানসহ আরো অনেকেই।