আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে সুপারি চুরির অপবাদ দিয়ে চয়ন চন্দ্র (১৩) নামে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হরিমনি এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায়ের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, প্রিয় নাথ রায় একই এলাকার মিন্টু চন্দ্রের পুত্র চয়ন চন্দ্রের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তুলে বিকেলে তাকে নিজের বাড়িতে এনে গাছে বেঁধে পিটিয়েছেন। এক পর্যায়ে চয়ন চন্দ্র অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে।
লালমনিরহাট সদর থানার (ওসি) শাহ আলম জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে এ বিষয় এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।