• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ

| নিউজ রুম এডিটর ৭:৫৫ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০২২ লালমনিরহাট, লিড নিউজ

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে সিরাজুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ

রোববার (১০ এপ্রিল) ভোরে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। তবে সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফ সদস্যরা গুলি করেছেন বলে জানা গেছে। নিহত সিরাজুলের বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার হরিরহাট গোফরাটারী এলাকায়।

এদিকে জনপ্রতিনিধি, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে দুর্গাপুরের চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাব-পিলার এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিজিবির সদস্য ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহত সিরাজুল হক ভারতীয় নাগরিক এবং গরু পারাপারের সঙ্গে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।

বাংলাদেশি ভেবে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা দুর্গাপুর ইউপি সদস্য মো. মোস্তাকিন আলীর। লালমনিরহাটের আদিতমারী থানার সাব ইন্সপেক্টর দীনেশ চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম সময় সংবাদকে বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনার জন্য বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। ওই চিঠির বিষয়ে বিএসএফের সাড়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।