• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ

| নিউজ রুম এডিটর ৭:৫৫ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০২২ লালমনিরহাট, লিড নিউজ

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে সিরাজুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ

রোববার (১০ এপ্রিল) ভোরে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। তবে সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফ সদস্যরা গুলি করেছেন বলে জানা গেছে। নিহত সিরাজুলের বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার হরিরহাট গোফরাটারী এলাকায়।

এদিকে জনপ্রতিনিধি, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে দুর্গাপুরের চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাব-পিলার এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিজিবির সদস্য ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহত সিরাজুল হক ভারতীয় নাগরিক এবং গরু পারাপারের সঙ্গে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।

বাংলাদেশি ভেবে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা দুর্গাপুর ইউপি সদস্য মো. মোস্তাকিন আলীর। লালমনিরহাটের আদিতমারী থানার সাব ইন্সপেক্টর দীনেশ চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম সময় সংবাদকে বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনার জন্য বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। ওই চিঠির বিষয়ে বিএসএফের সাড়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।