হঠাৎ মনোসংযোগ হারান মেহেদি হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে বল করেন পেসার এবাদত হোসেন।
এবাদতের করা ওভারের তৃতীয় বলেই ক্যাচ তুলে দেন প্রোটিয়া ওপেনার সারেল এরউই। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা মিরাজের দৃষ্টি বলের দিকেই ছিল।
বলটি যখন মিরাজের ঠিক কাছাকাছি চলে আসে তখনই তিনি মনোসংযোগ হারান। যে কারণে বল তার বুকে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ।
বলটি মিরাজের বুকে আঘাত হানার পরই বমির ভাব হয় এই অলরাউন্ডারের। ফিজিওর পর আসে মেডিকেল টিমও। মিরাজকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে।
পরে টেলিভিশনে দেখা গেছে, বুকের কাছে কালো হয়ে গেছে মিরাজের। পরে দলীয় সূত্র জানিয়েছে, ড্রেসিংরুমেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে মিরাজকে। আপাতত হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ছে না।
ইনিংসের তৃতীয় বলে চোটাক্রান্ত হয়ে সাজঘরে ফেরা মিরাজ মাঠে ফেরেন পঞ্চম ওভারের শুরুতে। ইনিংসের সপ্তম ওভারে বোলিংও করেন মিরাজ।
পোর্ট এলিজাবেথ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫৩ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২১৭ রানেই অলআউট হয় বাংলাদেশ দল।
২৩৬ রানে এগিয়ে থেকে টাইগারদের ফলোঅনের লজ্জায় না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায় দক্ষিণ আফ্রিকা।