• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আলমসাধু উল্টে প্রাণ গেলো চালকের

| নিউজ রুম এডিটর ১:০৭ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক কৃষক আহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আহত রিপন একই গ্রামের রেজাউল হকের ছেলে। সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ভুট্টা বিক্রি শেষে বাড়ির ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলছে।