• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

বিএমএসএফ সোনাগাজী’র কমিটি ঘোষণা : সভাপতি- গাজী হানিফ, সম্পাদক- ছালাহ্ উদ্দিন।

| নিউজ রুম এডিটর ২:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০২২ গণমাধ্যম

সোনাগাজী উপজেলা শাখার ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে দৈনিক অগ্রসর ও সাপ্তাহিক ফেনীর ডাক প্রতিনিধি গাজী মোহাম্মদ হানিফ কে সভাপতি এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক খবরপত্র প্রতিনিধি মোঃ ছালাহ্ উদ্দিন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খাঁন’র দিকনির্দেশনায় ১৭ই এপ্রিল ২০২২ ফেনী জেলা কমিটির সভাপতি এম এ সাঈদ খান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন স্বাক্ষর করে সোনাগাজী উপজেলা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছেন। ১৮ই এপ্রিল কেন্দ্রীয় বিএমএসএফ সোনাগাজী উপজেলা কমিটি ঘোষণা করেন।

কমিটিতে ফেনী জর্জ কোটের বিজ্ঞ আইনজীবী ও ফেনী সমাচার পত্রিকার আদালত প্রতিনিধি এডভোকেট হাসান মাহমুদ মামুনকে আইন উপদেষ্টা করা হয়।

দৈনিক আমাদের নতুন সময় ও সাপ্তাহিক ফেনী বার্তা প্রতিনিধি বাহার উল্লাহ বাহার সহ-সভাপতি, দৈনিক হাজারিকা প্রতিদিন ও সাপ্তাহিক ফেনীর আলোর প্রতিনিধি আব্দুর রহিম যুগ্মসাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি মাহমুদুল হাসান কাউসার সাংগঠনিক সম্পাদক, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি গিয়াসউদ্দিন আল মামুন কোষাধ্যক্ষ, সাপ্তাহিক জনপ্রিয় প্রতিনিধি নুরুল আলম মহব্বত দপ্তর সম্পাদক, দৈনিক বাংলা-৭১ ও সাপ্তাহিক জহুর প্রতিনিধি নুরুল আমিন খোকন’কে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়।

এছাড়া নির্বাহী সদস্য পদে দি মর্নিং গ্লোরি প্রতিনিধি ও জিএস নিউজ সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি ও প্রত্যহ নিউজ সম্পাদক জহিরুল হক খাঁন সজিব, দৈনিক ঢাকা প্রতিনিধি ও সাপ্তাহিক জনপ্রিয় নির্বাহী সম্পাদক মোঃ ওবায়দুল হক, দৈনিক ভোরের চেতনা ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আফতাব হোসেন মমিন ভুঁইয়া, দৈনিক একুশে সংবাদ ও মানবাধিকার রিপোর্ট প্রতিনিধি কবি মোঃ মহিউদ্দিন খোকন।

ছাড়াও সদস্য পদে দৈনিক আজকের সংবাদ ও সাপ্তাহিক নির্ভীক প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন, কলামিস্ট কমরেড আবু তাহের, সাপ্তাহিক নির্ভীক ও সোনাগাজী পোস্ট প্রতিনিধি মোঃ মাসুদ আলম জীবন কে উক্ত কমিটিতে সদস্য করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

কমিটির সভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধও উদাত্ত আহ্বান জানান। সাংগঠনিক ও পেশাগত দায়িত্ব পালনে সকল সহযোদ্ধা সাংবাদিক, প্রশাসন, জনপ্রতিনিধি, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।