আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় আইয়ুব আলী (৩৮) নামে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এজেন্টকে কুপিয়ে হত্যা করে ৬-৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চাপারহাট বত্রিশ হাজারী এলাকায়
এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আইয়ুব কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।
নিহতের পরিবার ও কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের বিদেশি মার্কেটে মোবাইল ব্যাংকিং ও রিচার্জ, গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। এর পাশাপাশি স্থানীয় চাপারহাট এলাকায় ‘স্বচ্ছ সমবায় সমিতি’ নামে একটি এনজিও পরিচালনা করতেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে দোকান বন্ধ করে সমিতির আর্থিক হিসাব-নিকাশ শেষ করে রাত আনুমানিক ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব। পথে চাপারহাট বত্রিশ হাজারী এলাকায় পাদু বৈরাগীর সমাধির কাছে পৌঁছালে তার পথ রোধ করে ছিনতাইকারীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ব্যাগে ও পকেটে থাকা টাকাপয়সা লুট করে নিয়ে যায় তারা।
নিহতের স্ত্রী মাহফুজা বেগম চামেলী বলেন, ‘কারমাইকেল কলেজ থেকে একসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করে আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হই। এখন আমার এবং দুই সন্তান স্বচ্ছ ও স্বপ্নের কী হবে? আইয়ুবের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।’
চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ‘বিকাশ এজেন্ট আইয়ুবের ঘাড়ে ও গলায় দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে টাকাপয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি গোলাম রসুল বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখন লাশের ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’