• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

গ্রিসে দেয়ালহীন প্রজাপতি বাড়ি

| নিউজ রুম এডিটর ১২:৩২ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

গ্রিসের উপকূলীয় শহর ভৌলিয়াগমেনি। এই শহরেই নির্মিত হয়েছে অসাধারণ শিল্পসমৃদ্ধ একটি দোতলা বাড়ি। প্রজাপতির আকার দেওয়া নান্দনিক এ বাড়িটি তৈরি হয়েছে পাঁচ হাজার ৩৮১ বর্গফুট এলাকাজুড়ে। এরই মধ্যে বাড়িটির দাম উঠেছে ৫.২ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ৫৮ কোটি টাকা। চারটি বেডরুম, চারটি বাথরুম একটি অন্দরপুলের সঙ্গে কৃত্রিম হ্রদ এবং ঝুলন্ত রাস্তার আনন্দ উপভোগ করতে পারবেন বাড়ির মালিক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বাড়িটির উপরের তলায় কোনো দেয়াল নেই। ধারণা করা হচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তরতরিয়ে বেড়ে উঠবে এটির দাম। ডেইলি মিরর।

শূন্য থেকে বাড়িটির দিকে তাকালেই দেখা যায় প্রজাপতির দুটো ডানা। এটিকে সঠিক আকার দিতে দ্বিতীয়তলার ছাদে গর্ত করে ডটেড প্যাটার্ন দিয়েছেন ডিজাইনার। দ্বিতীয় তলার খোলা ফ্লোর প্ল্যান করা হয়েছে এর চার পাশের অনিন্দ্যসুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্যই। রাতের বেলা বেগুনি রঙের টিম টিম আলোর বিচ্ছুরণ যেন হ্রদের পাশে কোনো বিশাল আকারের প্রজাপতির উপস্থিতিরই জানান দেয়। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এটির নিচতলার পাথুরে প্রাচীর, কাচের হেডবোর্ড ও সেন্টারপিস বাড়িটির আকর্ষণ বাড়িয়ে দিয়েছে আরও। নিচতলায় রয়েছে একটি প্রাইভেট বেসমেন্ট, আরাম করে বসার জন্য একটি কার্ভি সোফা। এই সঙ্গে যদি গ্রিক রন্ধনশৈলী যোগ হয়-তবে হ্রদের সৈকতে যেন নির্মল প্রাকৃতিক আনন্দ উপভোগ করবেন বাড়ির মালিক। সেই হিসেবে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অবকাশ কেন্দ্র হতে পারে গ্রিসের এই প্রজাপতি বাড়ি।