• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

লিকার চায়ে কমবে সুগার, বাড়বে ইমিউনিটি!

| নিউজ রুম এডিটর ১২:২৫ অপরাহ্ণ | মে ১২, ২০২২ লাইফ স্টাইল, লিড নিউজ

ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে কে না ভালোবাসেন! ঘুম থেকে উঠে এক কাপ গরম চা না খেলে অনেকেরই ঘুম কাটতে চায় না। সকালে চা প্রাত্যাহিক জীবনেরই একটা অংশ। তবে যেকোনো ধরনের চায়ের তুলনায় লিকার চা খেলে মিলতে পারে বেশি উপকার। আসলে চায়ের মধ্যে দুধ মেশালেই সেই চায়ের গুণ অনেকটাই কমে যায়। তাই চায়ে দুধ না মেশানোই ভালো।

চায়ের মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লুরাইডস, ট্যানিন ইত্যাদি, যা আপনার শরীরকে ভালো রাখে। এক্ষেত্রে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, এই চা পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে পেটের স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে।

এবার আসুন লিকার চায়ের গুণ সম্পর্কে বিশদভাবে জেনে নেওয়া যাক।

পেটের সমস্যা দূর করে: চায়ের মূল উপাদান হলো ট্যানিন, যা পেটের সমস্যা দূর করতে পারে। এমনকি পেট ভালো রাখতে ট্যানিন বেশ উপকারী। তাই পেটের সমস্যা থাকলে লিকার চা পান করতে পারেন।

ইমিউনিটি বাড়ায়: বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, চায়ে ভালো পরিমাণে থাকা অ্যান্টিঅক্সিডেন্টই পারে ইমিউনিটি বাড়িয়ে দিতে। এক্ষেত্রে ইমিউনিটি ঠিক থাকলে আপনি অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন।

ডায়াবেটিস রোগীদের জন্য: ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন লিকার চা। এই চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি গুণ সুগার কমাতে কিছুটা হলেও সাহায্য করে। তবে চিনি ছাড়া চা খেতে হবে।

ত্বক ভালো রাখে: ত্বক ভালো রাখতে পারে লিকার চা। এই চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এমনকি এই চা খেলে ত্বকের ওপর থেকে স্পটও দূর হয়ে যায়। এ ছাড়া এই চা পারে শরীরকে ডিটক্সিফাই করতে। ফলে মৃত ত্বক বেরিয়ে যায়।

তাই দিনে ২ থেকে ৩ কাপ লিকার চা খেতেই পারেন। তবে এই চা বেশি খেলেও সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকুন। শরীরে কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সূত্র: এইসময়