• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

টাঙ্গাইলে আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস পালিত

| নিউজ রুম এডিটর ৩:৩২ অপরাহ্ণ | মে ১৬, ২০২২ টাঙ্গাইল, সারাদেশ

লখায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা সেবক সংগঠন এর আয়োজন ১৬ মে আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ মে) সকাল ১১ ঘটিকার সময় ভূঞাপুর উপজেলা পরিষদ এর সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেবকের অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় টাঙ্গাইল সেবক সংগঠন সভাপতি খায়রুল খন্দকার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সেবক সংগঠনের সহ-সভাপতি কামরান পারভেজ ইভান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক স্বাধীন হোসেন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ সহ বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতি খায়রুল খন্দকার তার বক্তব্য বলেন, সড়ক করবো নিরাপদ’ যথার্থ হয়েছে উল্লেখ করে বলেন টেকসই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে উন্নত পরিবহন সেবার বিকল্প নেই। সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি, জখম এবং আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম।

সহ-সভাপতি কামরান পারভেজ ইভান বলন ,সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, ম্যাস র‌্যাপিড ট্রানজিট ও বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণসহ গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের নিমিত্তে বাস রুট ফ্র্যাঞ্চাইজ এর কার্যক্রম শুরু হয়েছে।’

সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন,সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রি, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি বিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক।