• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের মতবিনিময় সভায় সংসদ সদস্য বাহার আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে

| নিউজ রুম এডিটর ৮:৫৫ অপরাহ্ণ | মে ২৩, ২০২২ সারাদেশ

সাইফুল ইসলাম ফয়সালঃ বাংলাদেশ বার কাউন্সিল সদস্য পদে নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) স্বপক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে নগরীর টাউন হল মিলনায়তনে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ কুমিল্লা এ সভার আয়োজন করে।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৬ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, পিপি এডভোকেট তপন বীহারি নাগ, কুমিল্লা জেলা আইনজিব সমিতির সাবেক সভাপতি আব্দুল মমিন ফেরদৌস, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, আমজাদ হোসেন, ফাহমিদা জেবিন, জিয়াউল হাসান চোধুরী সোহাগ, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।

সভার প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সব জায়গায় সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর ডাকে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলাম। সব জায়গায় শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনাকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে পারলে আমরা ২0৪১ সালের বাংলাদেশ বিনির্মান করতে পারবো।