

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’ সম্প্রতি এমন একটি খবর প্রচার হচ্ছে। যদিও রাশিয়ার পক্ষ থেকে বরাবরই বিষয়টি অস্বীকার করা হয়েছে।
সম্প্রতি ব্রিটিশ একজন গোয়েন্দা দাবি করেন পুতিন গুরুতর অসুস্থ, তার চিকিৎসা চলছে। এছাড়া পুতিনের একজন ঘনিষ্ঠ ধনকুবেরের একটি অডিও বার্তা ফাঁস হয়। ওই অডিওতে রুশ ধনকুবের জানান, পুতিনের ক্যান্সার হয়েছে।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ ‘এটা গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।পুতিনের অসুস্থতা নিয়ে লাভরভের বক্তব্য রাশিয়ার নিজস্ব ভিডিও শেয়ারিং সাইট আরইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইউটিউবের রাশিয়ান ভার্সন হলো আরইউটিউব। এতে লাভরভ বলেন, আমি মনে করি না কোনো বিবেকবান ব্যক্তি প্রেসিডেন্টের মধ্যে অসুস্থতা বা অসুস্থতার কোনো লক্ষণ দেখতে পান।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (পুতিন) প্রতিদিন জনসমক্ষে উপস্থিত হন, আপনারা তাকে টিভির পর্দায় দেখেন, তার বক্তব্য শোনেন-পড়েন। রুশ প্রেসিডেন্ট সুস্থ কী অসুস্থ সেটা বিচার করার জন্য লাভরভ মানুষের বিবেকের ওপর ছেড়ে দেন।
সূত্র: সিএনএন