• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

হবিগঞ্জে হাত বাড়ালেই মুড়ির মত মিলছে মাদক

| নিউজ রুম এডিটর ৬:২৪ অপরাহ্ণ | জুন ৩, ২০২২ সারাদেশ, সিলেট

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় হাত বাড়ালেই এখন ইয়াবা, গাঁজা, ফেনসিডিল পাওয়া যায়। এক শ্রেণির যুবকরা অন্য কোনো পেশা না পেয়ে মাদক ব্যবসা বেঁছে নিয়েছে। এতে সময় ও পরিশ্রম কম হলেও লাভ হয় বেশি। খবর নিয়ে জানা যায়, প্রশাসনের অধিকাংশ সোর্সই এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে। ইয়াবা এখন যে কোনো স্থানেই মিলছে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেশার পথে পা বাড়াচ্ছে। মাদকের টাকার জন্য মা বাবার ওপর অত্যাচার করছে। গত ১ সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় মাদকের টাকার জন্য মা বাবাকে মারপিট করায় ৪ ছেলেকে ভ্রাম্যামান আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। আবার অনেককে পুলিশ গ্রেফতার করে কারাগারেও পাঠিয়েছে। তারপরও মাদক দমন করা যাচ্ছে না।

অনেকেই জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সোর্সরা এসব মাদক ব্যবসা করায় বরাবরের মতোই তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

বড় রাগব বোয়ালরা তো সমাজে বুক ফুলিয়ে চলাচল করে। কি এমন খুঁটির জোর নিয়ে বির-দর্পে চলে তারা।

মাদক ব্যবসার সাথে জড়িত এদের মধ্যে সকলকেই পুলিশ মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে। আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তবে এদের মধ্যে অনেকেরই বিরুদ্ধে ২০/২৫টি মামলা রয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদকের স্পট রয়েছে। আর এসব স্পটে সন্ধ্যার পর থেকেই মাদক ব্যবসা চলে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদক ব্যবসায়ীরা জানান, এ ব্যবসায় পরিশ্রম কম, লাভ বেশি। তাই এ পথ বেঁছে নিয়েছে। নবাগত ডিবির ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ও সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা যোগদানের পরই গোপনে তথ্য নিয়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর তালিকা তৈরি করে বাড়িতে অভিযান পরিচালনা করেন। কিন্তু চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বরাবরেই মতোই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। তবে তারা জানান, মাদক ব্যবসার সাথে যে কেউই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে। অভিযান নিয়মিত চলবে।