• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

পুলিশ সুপারের প্রত্যক্ষ মধ্যস্থতায় সানজিদা আক্তার ফিরে পেল তার সুখের সংসার ছোট্ট স্বর্ণা পেল পিতৃস্নেহ।

| নিউজ রুম এডিটর ৮:১৬ অপরাহ্ণ | জুন ৬, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা’র দামুড়হুদা থানাধীন দলিয়ারপুর গ্রামের সিরাজুল ইসলাম এর কন্যা মোছাঃ সানজিদা আক্তার (২৪), এর সাথে একই থানাধীন কলাবাড়ী গ্রামের মোঃ আব্দুল মজিদ এর ছেলে মোঃ রবিউল হাসান (৩০) সাথে বিগত ০৪ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ১টি কন্যা সন্তান মোছাঃ সুজনা আক্তার স্বর্ণা রয়েছে। বিয়ের পর থেকে সাঞ্জিদা আক্তারকে তার স্বামী কারণে-অকারণে মারধর করত। সাঞ্জিদা আক্তার তার সন্তানের কথা চিন্তা করে সব কষ্ট সহ্য করতে থাকে। একপর্যায়ে রবিউল ইসলাম ও তার পরিবারের লোকজন সানজিদা আক্তারের নিকট ০১ লক্ষ্য টাকা যৌতুক দাবী করেন। সানজিদা আক্তার উক্ত যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার স্বামী রবিউল হোসেন সানজিদা আক্তারকে ও তার ভাই মোঃ সোহরাব হোসেন কে মারপিট করে।

সানজিদা আক্তার তার স্বামী সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা তে উক্ত অভিযোগটি তার কার্যালয়ে অবস্থিত “উইমেন সাপোর্ট সেন্টার” এর মাধ্যমে অদ্য ০৬.০৬.২০২২ তারিখে উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম সেবা এর প্রত্যক্ষ মধ্যস্থতায় সানজিদা আক্তার ও রবিউল ইসলাম সব বিবাদ ভুলে তাদের একমাত্র কন্যা সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করতে সম্মত হয়। পুলিশ সুপার, চুয়াডাঙ্গার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সানজিদা আক্তার ফিরে পেল তার সুখের সংসার, ছোট্ট শিশু স্বর্ণা ফিরো পেলো পিতৃস্নেহ।