• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

| নিউজ রুম এডিটর ৬:৫৫ অপরাহ্ণ | জুন ১৪, ২০২২ টাঙ্গাইল, সারাদেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল: : “মুক্ত আকাশে মানবতার ঘুড়ি, স্বেচ্ছায় মোরা রক্তদান করি” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে ভূঞাপুরের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে করা হয়েছে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা।

মঙ্গলবার (১৪ জুন) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ঘুড়ি ফাউন্ডেশন বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে। সংগঠনটি তাদের সদস্যদের নিয়ে সচেতনমূলক র‍্যালি করে। র‍্যালিটি পৌর শহরের ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শেষ হয়। পরে তারা কলেজ মাঠে সচেতনমূলক ও রক্তদানে স্বাস্থ্যগত বিষয় নিয়ে এবং রক্তদানে সকলকে উৎসাহিত করে আলোচনা সভা করে।

এসময় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘুড়ি ফাউন্ডেশনের এর সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। প্রস্তাবিত সাধারণ সম্পাদক সামিউল সাদিদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি সম্পন্ন হয়েছে।আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের মাঝে সদস্য কাওসার আল মামুন, খালিদ, এমিয়া, মীম,হাবিবসহ আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অন্য একটি সেচ্ছাসেবী সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সদস্যবৃন্দ।

এই অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাহজাবিন তাসনিম মুনিয়া।

দিবস উপলক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহজাবিন তাসনিম মুনিয়া বলেন, প্রতিটি ঘরেই তৈরি হবে একাধিক রক্তদাতা,এই মর্মেই ঘুড়ি ফাউন্ডেশন এর পথচলা। আপনাদের সকলের সহযোগিতা পেলে আরো সামনের দিকে এগিয়ে যাবো।