• আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের | রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন |

লালমনিরহাটে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু

| নিউজ রুম এডিটর ৯:৪০ অপরাহ্ণ | জুন ১৮, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যায় পানিবন্দি পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরম্ন হয়েছে। এবারের বন্যায় জেলার ৪ উপজেলায় ১৫০ মে.টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসক। শনিবার থেকে এ ত্রাণ বিতরণ শুরম্ন হয়েছে। জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক মজিবুল আলম সাদাত। এ সময় পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহানাজ ফেরদৌসী সীমাসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নে ১ হাজার পানিবন্দি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১০ মে.টন চাল বিতরণ করা হয়।

এদিকে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ১১’শ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান। এছাড়া হাতীবান্ধা উপজেলার বড়খাতা, সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী ও সিন্দুর্না ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

উলেস্নখ, এবারের বন্যায় লালমনিরহাট সদর উপজেলায় ৪৪ মে.টন ৫’শ কেজি, আদিতমারী উপজেলায় ৩৫ মে.টন, কালিগঞ্জ উপজেলায় ১৩ মে.টন ও হাতীবান্ধা উপজেলায় ৫৮ মে.টন চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসক।