আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী উপজেলার ভেটেশ্বর নদী থেকে আব্দুল হাকিম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জুন) বিকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী এলাকা সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।
নিহত আব্দুল হাকিম পাশ্ববর্তী কিসামত চন্দ্রপুর এলাকার মৃত খয়মুদ্দিনের ছেলে বলে জানা গেছে। গতকাল শনিবার রাতে নিখোঁজ হন আব্দুল হাকিম।
আদিতমারী থানার ওসি মোকতারুল ইসলাম জানান, নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।