• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

জেলেনস্কি ও তার স্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

| নিউজ রুম এডিটর ১১:৩৯ পূর্বাহ্ণ | জুলাই ২৮, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বিগত পাঁচ মাস ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত গোটা ইউক্রেনে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার, ধ্বংসস্তূপ আর পোড়া বারুদের গন্ধ। যেন বিপর্যস্ত জনজীবন।

ছন্নছাড়া সেখানকার বাসিন্দারা। কিন্তু, এর মধ্যেই বিখ্যাত মাসিক ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘ভোগের’ ‘ডিজিটাল কভার’-এ সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যা মনে করিয়ে দিচ্ছে সম্রাট নিরোকে। রোম পুড়ছে, সম্রাট নিরো বেহালা বাজাচ্ছেন। জেলেনস্কির এই ঘটনাও ঠিক যেন সম্রাট নিরোর ওই ঘটনার পুনরাবৃত্তি।

দেশের চরম দুঃসময়ে স্ত্রী ওলেনার সঙ্গে ম্যাগাজিনের অনলাইন সংস্করণের প্রচ্ছদের জন্য হাসিমুখে ছবি তুলেছেন জেলেনস্কি। স্বভাবতই, এই প্রচ্ছদ ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছে। সমালোচনায় একেবারে জর্জরিত জেলেনস্কি।

অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দেশের এই চরম দুর্দিন, যুদ্ধের পরিবেশে ফটোশ্যুটে রাজি হলেন কীভাবে? জানা গেছে, ছবিটি তুলেছেন প্রখ্যাত চিত্রসাংবাদিক অ্যানি লেবোভিৎজ। সোশ্যাল মিডিয়ায় ওলেনা জেলেনস্কির সরকারি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো আপলোড করা হয়েছে। ওলেনা লিখেছেন, “ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। বিশ্বের সব সফল মানুষেরই স্বপ্ন থাকে এই ম্যাগাজিনের প্রচ্ছদে সুযোগ পাওয়ার। আমি চাই, আমার জায়গায় ইউক্রেনের প্রতিটি মহিলার ছবি ছাপা হোক।

কিন্তু, এর যে এমন বিরূপ প্রতিক্রিয়া হবে, তা জেলেনস্কি দম্পতি কল্পনাও করতে পারেননি। সূত্র: ডেকান হেরাল্ড, আওয়ার্স টিভি