আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোজাম্মেল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধাস্থ শস্যগুদাম এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক ওরফে মোজা সিঙ্গিমারী গ্রামের মৃত কাউসার আলীর পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত আজো দীঘির হাটে বাজার করে বাড়ি ফিরছিলো মোজাম্মেল হক। এসময় বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাসটি আটক করা হয়েছে।