

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়া অঞ্চলে হুমকির মুখে মত প্রকাশের স্বাধীনতার জন্য সার্ক সাংবাদিক ফোরাম এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সাথে মতবিনিময় সভা হয়।
আজ সার্ক সাংবাদিক ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা এবং প্রেসক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখেরার মধ্যে আজ পিসিআই নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দক্ষিণ এশিয়ার সাংবাদিক ও সাংবাদিকতা এবং এ অঞ্চলে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দুই সংস্থার মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
আলোচনার সময় পিসিআই-এর কোষাধ্যক্ষ চন্দ্র শেখর লুথরা এবং এসজেএফ ইন্ডিয়া চ্যাপ্টারের সভাপতি অনিরুদ্ধ সুধাংসু উপস্থিত ছিলেন।
দুই সংগঠন এর মধ্যে ধীরে ধীরে সম্পর্ক জোরদার করতে বৈঠক শেষ হয়েছে।